কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৪:০৪ | অপরাধ 


কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. মনা মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের মৃত সুলতান আহম্মেদ এর ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ শহরতলীর মুকসুদপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাকে আটক করে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, মো. মনা মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫মিনিটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মো. রমজান আলী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ শহরতলীর মুকসুদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. মনা মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর