কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রামদি ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত

 স্টাফ রিপোর্টার | ১৪ অক্টোবর ২০২০, বুধবার, ৩:৪৯ | প্রবাস 


মানবতার কল্যাণে নিবেদিত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের প্রবাসীদের সংগঠন রামদী ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদ এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

৮১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটিতে সৌদি আরব প্রবাসী মো. পরশ মিয়া (হাড়িয়া কান্দা) সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া দুবাই প্রবাসী মো. আসাদ মিয়া (রামদী) সাধারণ সম্পাদক এবং সৌদি আরব প্রবাসী মো. আব্দুল মান্নান (মনোহরপুর) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম মিয়া সৌদি প্রবাসী (রামদী), মো. আব্দুর রহমান সোহেল সৌদি প্রবাসী (পীরপুর), মুহাম্মদ আলম সৌদি প্রবাসী (মনোহরপুর), মো. সুজন মিয়া সৌদি প্রবাসী  (আগর পুর), মো. পলাশ খাঁন বাবু সৌদি প্রবাসী (রাইয়ান), মো. ইফতেখারুল আলম ইতালি প্রবাসী (তেমনি পাড়া), মো. মাসুদ ইসলাম সিঙ্গাপুর প্রবাসী (তারাকান্দি) এবং মো. ফরিদ মিয়া সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা)।

কমিটিতে সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন কাতার প্রবাসী (পীরপুর), মো. নাজিমউদ্দিন  কাতার প্রবাসী (হাড়িয়া কান্দা), মো. রাজু সৌদি প্রবাসী (বড়চর), মো. আব্দুল্লাহ আল লিটন সৌদি প্রবাসী (রামদী), মো. ইয়াছিন মিয়া সৌদি প্রবাসী (পূর্ব জগৎচর), মো. রফিকুল ইসলাম কমল ওমান প্রবাসী (আগরপুর), মো. হুমায়ুন কবির সিঙ্গাপুর প্রবাসী (তারাকান্দি) এবং মো. ইদ্রিস মিয়া সৌদি প্রবাসী (আগরপুর)।

সহ-সাধারণ সম্পাদক মো. জামাল খান সৌদি আরব প্রবাসী (বড়চর), মো. আনিসুজ্জামান নয়ন কুয়েত প্রবাসী (পীরপুর), মো. মোখলেছুর রহমান কাতার প্রবাসী (হাড়িয়া কান্দা) এবং মো. মামুন মিয়া রোমানিয়া প্রবাসী (রামদী)।

এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ কবির ওমান প্রবাসী (বড়চর) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন কাতার প্রবাসী (বালুচর)।

কমিটিতে সহ-যুগ্ম সম্পাদক হচ্ছেন, মো. রাজন মিয়া মালয়েশিয়া প্রবাসী (পীরপুর), মো. শহিদুল ইসলাম দুবাই প্রবাসী (রামদী), মোশারফ হোসেন হিমেল মালয়েশিয়া প্রবাসী (আগরপুর), মো. আকতার হোসেন মালয়েশিয়া প্রবাসী (হাড়িয়া কান্দা), মো. আব্দুল বাতেন দুবাই প্রবাসী (পূর্ব জগৎচর) এবং মো. নাজিম মালয়েশিয়া প্রবাসী (মুজরাই)।

সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সিঙ্গাপুর প্রবাসী (পীরপুর), মো. মাইন উদ্দিন সৌদি প্রবাসী (রামদী), মো. জামাল খান ওমান প্রবাসী (হাড়িয়া কান্দা), মো. বিজয় খান সৌদি প্রবাসী (তাতারকান্দা), মো. সুমন মিয়া কাতার প্রবাসী (হাড়িয়া কান্দা) এবং মো. রুবেল মিয়া মালয়েশিয়া প্রবাসী (জগৎচর)।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাদেক হোসেন নিরব ওমান প্রবাসী (বড়চর), উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সানভির আহমেদ দিদার সৌদি আরব প্রবাসী (বালুচর), কোষাধ্যক্ষ মো. মুছা মিয়া সৌদি আরব প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ কোষাধ্যক্ষ মো. মাসুদ মিয়া সৌদি আরব প্রবাসী (বড়চর), সহ কোষাধ্যক্ষ মো. রিপন মিয়া সৌদি আরব প্রবাসী (মনোহরপুর), দপ্তর সম্পাদক মো. আফরোজ সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ দপ্তর সম্পাদক মো. আব্দুল মান্নান ওমান প্রবাসী (রামদী), শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান দিদার সৌদি প্রবাসী (আগরপুর), উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসরাফিল খান কাতার প্রবাসী (রামদী), আইন বিষয়ক সম্পাদক মিষ্টার রনি সৌদি প্রবাসী (বড়চর), উপ আইন বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন ওমান প্রবাসী (মনোহরপুর), পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান সৌদি আরব প্রবাসী (পীরপুর), উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. কবির মিয়া কাতার প্রবাসী (রামদী), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম সৌদি প্রবাসী (আগরপুর), সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সৌদি আরব প্রবাসী (বড়চর), যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. বুলবুল মিয়া কাতার প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. রতন মিয়া মালয়েশিয়া প্রবাসী (রামদী), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হেলিম মিয়া কাতার প্রবাসী (বড়চর), উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বাসির মিয়া মালয়েশিয়া প্রবাসী (হাড়িয়া কান্দা), ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ার উদ্দিন মালয়েশিয়া প্রবাসী (বালুচর), তথ্য বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা মালয়েশিয়া প্রবাসী (বড়চর), উপ তথ্য বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন কাতার প্রবাসী (হাড়িয়া কান্দা), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  মো. সাদ্দাম হোসেন সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সবুজ মিয়া ওমান প্রবাসী (বালুচর), সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোরসালিন খান সৌদি প্রবাসী (রায়ান), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মালয়েশিয়া প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. বুরহান সৌদি আরব প্রবাসী (বড়চর), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আল আমিন সৌদি আরব প্রবাসী (হাড়িয়া কান্দা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুখন মালয়েশিয়া প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রায়হান মিয়া সৌদি প্রবাসী (বড়চর), ধর্ম বিষয়ক সম্পাদক মাও. ফিরোজ সাহেব সৌদি প্রবাসী (জগৎচর), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. রায়হান সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সৌদি আরব প্রবাসী (মনোহরপুর), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মালয়েশিয়া প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তানভির আহমেদ মালয়েশিয়া প্রবাসী (তাতারকান্দা),  গণ সংযোগ বিষয়ক সম্পাদক মো. অভিরাজ খান সৌদি প্রবাসী (বড়চর), সহ গণ সংযোগ বিষয়ক সম্পাদক মো. ডালিম সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), যুব বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল মিয়া গ্রীস প্রবাসী (বড়চর), সহ যুব বিষয়ক সম্পাদক মো. আল আমিন সৌদি আরব (তাতারকান্দা), কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন সৌদি প্রবাসী (হাড়িয়া কান্দা), সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. নাঈম ইসলাম মালয়েশিয়া প্রবাসী (পীরপুর), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান মালয়েশিয়া প্রবাসী (হাড়িয়া কান্দা)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর