কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন

 স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:২৯ | বিশেষ সংবাদ 


শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে কিশোরগঞ্জে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এতে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম সহিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাংবাদিক মোস্তফা কামাল ও সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে আদালত চত্বর উপস্থিত জনসাধারণ ও আইনজীবীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর