কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৩ মার্চ ২০২১, বুধবার, ১২:২২ | ভৈরব 


‘সত্য প্রকাশে আপসহীন’ এ স্লোগানকে সামনে রেখে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় দৈনিক সময়ের আলো এর ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভৈরব প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বাংলাভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাছুম, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, দৈনিক বাংলাদেশ জার্নাল প্রতিনিধি আব্দুর রউফ, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, এসএ টিভির প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, মাইটিভির প্রতিনিধি শাহানুর রহমান, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, শামীম আহমেদ জয়, ইমন, প্রিন্স আহমেদ সারোয়ার, মিতু প্রমূখ উপস্থিত ছিলেন।

পত্রিকাটির সফলতা কামনা করে আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি পাঠকদের চাহিদা পূরণে সমর্থ হয়েছে। আর সে জন্যই মাত্র দুই বছরের মাথায় দেশের অন্যান্য পাঠক জনপ্রিয় পত্রিকাগুলোকে পিছনে ফেলে দেশের সেরা দশ পত্রিকায় তাদের স্থান করে নিয়েছে।

পত্রিকাটি তার লেখনি দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

এ সময় বক্তারা পত্রিকাটির ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর