কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে মহাসড়ক অবরোধ করে নামায আদায়

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৮ মার্চ ২০২১, রবিবার, ১০:৪৪ | ভৈরব 


হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল কিশোরগঞ্জের ভৈরবে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক প্রহরায় ছিল।

দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান নেয় আলেম-ওলামা পরিষদসহ ভৈরবের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

এতে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ চলাচলকারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ভৈরব দুর্জয় মোড়ে জোহরের নামায আদায় করেন আলেম-ওলামারা।

পরে প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

হরতাল পালনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভৈরব বাজার জামে মসজিদের ইমাম হাফেজ জামাল উদ্দিন, ভৈরব ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, মাওলানা আলী হায়দার, মাওলানা আমির উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সাহেল প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর