কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৬৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১১:৫৭ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৬০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮শ’ টাকা ও ৫টি মোবাইল সেটসহ মো. মুছা মিয়া (৪২) ও মো. সোহেল (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে ভৈরব উপজেলার শিমুলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মুছা মিয়া ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের ওমর আলীর ছেলে এবং মো. সোহেল একই গ্রামের মো. হাসান আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভৈরব উপজেলার শিমুলকান্দি এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৬৬০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮শ’ টাকা ও ৫টি মোবাইল সেটসহ দুই মাদক ব্যবসায়ী মো. মুছা মিয়া ও মো. সোহেলকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়া মাদক ব্যবসায়ী মো. মুছা মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর