কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে চেয়ারম্যানপুত্র প্রবাল হত্যায় র‌্যাবের হাতে দুই আসামি গ্রেপ্তার

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৫ জুন ২০২১, শনিবার, ১১:৪৮ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানপুত্র চাঞ্চল্যকর মহিউদ্দিন প্রবাল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি রাজন মিয়া (২৬) ও তৌহিদ (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় ভৈরব বাসস্ট্যান্ডের দূর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই আসামির মধ্যে রাজন মিয়া ভৈরবের কমলপুর দূর্জয় মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে এবং তৌহিদ একই এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের কিশোরগঞ্জ নিউজকে জানান, গত মঙ্গলবার (১ জুন) ভৈরবের কমলপুর দূর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পিছনে কিশোর গ্যাং কর্তৃক এ কে এম মহিউদ্দিন প্রবাল খুন হন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-৩ এর গোয়েন্দা সদস্য এবং আভিযানিক দল নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় ভৈরব বাসস্ট্যান্ডের দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রবাল হত্যা মামলার অন্যতম দুই আসামি রাজন মিয়া ও তৌহিদকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে ভৈরব থানায় জমা দেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং  অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ জুন) বিকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভৈরবের মাতৃকা হাসপাতালের মালিক হোসেন ভূঁইয়ার ছেলে এ কে এম মহিউদ্দিন প্রবাল (১৭) কে কিশোর গ্যাং সদস্যরা হত্যা করে।

পরে এদিন রাত ১০টায় বাসস্ট্যান্ড এলাকার জিল্লুর রহমানের একটি দোকানের তালা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর বৃহস্পতিবার (৩ জুন) রাতে নিহতের বাবা হোসেন ভূঁইয়া বাদী হয়ে কিশোর গ্যাং লিডার অন্তরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর