কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৪.৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০২১, রবিবার, ৬:১৫ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪.৮ কেজি গাঁজাসহ মো. ইমরান ভূইয়া (২৪), রিমা (১৯) ও সুমি (২৭) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

রোববার (৬ জুন) বেলা সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর ভৈরবের সিলেট বাসস্ট্যান্ড এর মেসার্স মদিনা ফল ভাণ্ডারের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে মো. ইমরান ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার ভবানীপুর গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে, রিমা একই গ্রামের সাগর মিয়ার মেয়ে এবং সুমি গাজীপুর জেলার গাজীপুরের মারিয়ালী কলাবাগান গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জুন) বেলা সোয়া ১১টা ২০মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর ভৈরবের সিলেট বাসস্ট্যান্ড এর মেসার্স মদিনা ফল ভাণ্ডারের সামনে র‌্যাব অভিযান চালায়।

অভিযানে ৪.৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী মো. ইমরান ভূইয়া, রিমা ও সুমি কে আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর