কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাথিয়া ই ইউ ফাজিল (স্নাতক) মাদরাসার ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শফিক নোমানী সভাপতি ও ইকরাম খান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেন মাদসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
২২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. রিয়াদ ও মো. রাইহান। সহ-সাধারণ সম্পাদক মো. সোহান ও মো. মাসুম মিয়া।
সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম রবিন, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. কাউসার, অর্থ সম্পাদক মো. জুরাইজ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ নকীব, ক্রীড়া সম্পাদক মো. রবিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরমান।
এছাড়া কার্যকরী সদস্য রিফাত, রাকিবুল, হাসানুজ্জামান, খাইরুল সানি, তামিম ও বায়জিদ।