কটিয়াদীর ‘গরীবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিকের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | রকমারি
অক্টোবর ১১, ২০২৫
কটিয়াদীর ‘গরীবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিকের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘গরিবের ডাক্তার’ হিসেবে খ্যাত বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অমূল্য চন্দ্র বণিকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১১ অক্টোবর)। ১৯৯১ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন।

১৯৩৭ সালে জন্ম নেওয়া অমূল্য চন্দ্র বণিক দীর্ঘ কর্মময় জীবনে অমূল্য চন্দ্র বণিক দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ও সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে তিনি স্থানীয় জনগণের কাছে মানবতার প্রতীক হয়ে উঠেছিলেন।

অমূল্য চন্দ্র বণিক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরায় 'অক্সফাম' পরিচালিত আহত মুক্তিযোদ্ধা, আশ্রিত শরণার্থীদের জন্য চিকিৎসাকেন্দ্রে 'কম্পাউন্ডার' হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৫৩ সালে 'ম্যাট্রিকুলেশন' পাশ করেন। ১৯৫৭ সালে ঢাকা মেডিক্যাল স্কুল থেকে 'কম্পাউন্ডার' সনদ অর্জনের মধ্য দিয়ে এলাকায় চিকিৎসা পেশায় কর্মজীবন শুরু করেন।

কখনও খাওয়ার মাঝপথে, কখনও বা খাবার রেখেই ছুটেছেন রোগী দেখার উদ্দেশ্যে। এমনকি সারাদিনের কর্মব্যস্ততার পর গভীর রাতেও ঘুমিয়ে থাকার অজুহাতে কাউকে ফিরিয়ে দেননি।

তিনি  ছোট শিশুদের চিকিৎসা বেশি করতেন। আর টাকার জন্য সাধারণত কেউ বিনা চিকিৎসায় ফিরে যাননি। তাঁর এ সকল সহজাত আচরণের জন্য তিনি এলাকাবাসীর কাছে 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত ছিলেন।

মাত্র ৩৪ বছরের মতো সময় তিনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ১৯৯১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কটিয়াদীস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে পারিবারিকভাবে মাঙ্গলিক ক্রিয়াদির আয়োজন করা হয়েছে। এতে পারিবারিকভাবে প্রয়াত চিকিৎসকের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

পরিবারের পক্ষ থেকে প্রয়াতের শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনসহ সকলকে তাঁর পরলোকগত আত্মার মঙ্গল কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ