নিজ জেলা কিশোরগঞ্জে সংবর্ধিত হলেন চাকসু জিএস সাঈদ

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
নভেম্বর ১১, ২০২৫
নিজ জেলা কিশোরগঞ্জে সংবর্ধিত হলেন চাকসু জিএস সাঈদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে জিএস নির্বাচিত হওয়ায় নিজ জেলা কিশোরগঞ্জে সাঈদ বিন হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে তাকে বিজয় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার কৃতী শিক্ষার্থী চাকসু'র সোহরাওয়ার্দী হলের সদস্য নির্বাচিত হওয়া মুশফিকুর রহিম ও রাকসু'র খালেদা জিয়া হলের সদস্যা নির্বাচিত হওয়া আফসানা আক্তার এই দুইজনকেও সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, চাকসু জিএস সাঈদ বিন হাবিবের পিতা কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাঈদ বিন হাবিব বলেন, আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যায় তাঁরা ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস গড়ার জন্য, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য ইসলামি শক্তিকে এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ শক্তিকে বেছে নিয়েছে। গত ১৬ বছরে ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন আমলে যারা ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলো, আমাদের শিক্ষার্থীরা তাদের নেতৃত্বের জন্য বেছে নিয়েছে।

আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জসহ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লাকে এবং ইসলামপন্থী প্রার্থীদের বাংলাদেশের জনগণ বেছে নিবে।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ