পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৫
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বাদ জুমআ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ প্রমুখ নেতৃত্ব দেন।

বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী হাতে হাতে প্রতীকী হাতপাখা নিয়ে পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুরানথানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৩টি মৌলিক কাজ নিয়ে ক্ষমতায় এসেছিলেন সংস্কার, বিচার ও নির্বাচন। কিন্তু এখন দেখছি, সংস্কার ছাড়া, বিচার ছাড়া যেনতেন একটি নির্বাচন দেওয়ার তারা উদ্যোগ নিচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এর আয়োজন করতেই হবে। অন্যথায় ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই এর নির্দেশে আরো কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

রাজনীতি'র অন্যান্য খবর

সর্বশেষ