কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে সংবাদ সম্মেলন করেছেন এডভোকেট ফজলুর রহমান শিকদার। শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এডভোকেট ফজলুর রহমান শিকদার কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবীবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুর রহমান শিকদার বলেন, বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছি। রাজনৈতিক মাঠে কিংবা সাংগঠনিক দায়িত্ব পালনে কখনোই পিছিয়ে আসিনি। শুধু রাজনৈতিক মাঠে নয়, সামাজিক কল্যাণকর কাজেও সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি।
ফজলুর রহমান শিকদার বলেন, দল যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়, তবে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার প্রেরণা ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মিঠামইন উপজেলা বিএনপি’র সহসভাপতি রবিউল আলম শ্যামল, পারভেজ আহমেদ বুলবুল ও দিদারুল আলম দিদার, সাবেক সহ-সভাপতি সোহরাব ভুঁইয়া ও হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও এপিপি আরিফ খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুঁইয়া, উপজেলা জাসাস এর সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম মীর, ছাত্রদল নেতা তরিক মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।