কিশোরগঞ্জে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবুল কালাম আজাদ ও সিওয়াইভি ফয়সাল আহমেদ রনি।
সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ কিশোরগঞ্জ কমিটির সভাপতি নীলিমা নাসরিন।
এতে অন্যদের মধ্যে এনসিটিএফ কিশোরগঞ্জ কমিটির সহ-সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক ফারহান হোসেন খান প্রমুখসহ এনসিটিএফ ও ইয়েস বিডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন এনসিটিএফ এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারগণ তায়েব হোসেন অপি ও আন্তা রহমান।
সভায় আগামী এক বছরে এনসিটিএফ এর কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
এর মধ্যে উপজেলা পর্যায়ে ও স্কুল পর্যায়ে নতুন কমিটি গঠন, জেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়ন, পথশিশু দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ সহ অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করা হয়।