কিশোরগঞ্জ জেলা শহরের ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো ব্যতিক্রমী এক ক্রিকেট প্রতিযোগিতা। সহপাঠীদের মধ্যে সৌহার্দ ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে এমআইএস কিডস ক্রিকেট টুর্নামেন্ট নামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের আয়োজনে মঙ্গলবার (৩০ মে) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীরা লাল দল (রেড টিম) ও সবুজ দলে (গ্রিন টিম) ভাগ হয়ে অংশ নেয়।
১০ ওভারের এ প্রতিযোগিতায় গ্রিন টিম টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে এক উইকেটে ১০৯ রান করে রেড টিম।
১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গ্রিন টিম নির্ধারিত ১০ ওভারে চার উইকেটে ১০২ রান করতে সমর্থ হয়। ফলে ৭ রানের ব্যবধানে জয়লাভ করে রেড টিম।
ম্যান অফ দি ম্যাচ হয় বিজয়ী রেড টিমের তাহসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
ম্যাচ শেষে বিজয়ী রেড টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং গ্রিন টিমের হাতে রানার আপ ট্রফি তুলে দেন পৌর মেয়র মাহমুদ পারভেজ এবং ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের কন্ট্রোলার অসীম সরকার বাধন।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বিসিবির কোচ (কিশোরগঞ্জ) কমল গোস্বামী। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন শফিক ও সৈকত।
বিপুল সংখ্যক অভিভাবক এবং শিক্ষক-শিক্ষার্থী আকর্ষণীয় এ ম্যাচটি উপভোগ করেন।