শিশুদের প্রতিভা বিকাশের প্রত্যয়ে ‘চাই স্বপ্নীল আগামী’ স্লোগানকে সামনে রেখে শিশুসাহিত্যিক নূর আলম গন্ধীর সম্পাদনায় ভাষার মাস ফেব্রুয়ারি থেকে ‘ই’ আকারে নিয়মিত প্রকাশিত হতে যাচ্ছে শিশু-কিশোর সাময়িকী ত্রৈমাসিক ‘হিজল’।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষা বাংলার মান বাঁচাতে রাজপথে লড়াই হয়েছিল আর এতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকেই।
প্রাণের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। আমাদের প্রিয় বাংলা ভাষা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা।
সেদিন থেকে ২১শে ফেব্রুয়ারিকে আমরা পালন করি শহীদ দিবস হিসেবে। পরবর্তীতে এই দিনটি সম্মান লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের।
ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে ভাষার মাসে যাত্রা শুরু করছে ত্রৈমাসিক ই-ম্যাগাজিন ‘হিজল’। ২১শে ফেব্রুয়ারি ২০২১ খ্রি. রবিবার এর সূচনা সংখ্যা প্রকাশিত হবে।
প্রথম সংখ্যায় দেশ-বিদেশের অনেক গুণী লেখক ছন্দ-ছড়ায় লিখেছেন শিশুদের মনের কথা।
প্রকাশনা সংশ্লিষ্টদের প্রত্যাশা, সংখ্যাটি ছোট-বড় সকলের ভালো লাগবে এবং দিনে দিনে হিজল হয়ে উঠবে সকলের প্রিয় ই-ম্যাগাজিন।
আর এ ম্যাগাজিনটি সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে গঠন করা হয়েছে পনেরো সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ।
এর পৃষ্টপোষকতায় রয়েছেন আহমেদ উল্লাহ, মো. ফিরোজ উদ্দীন ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন।
উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, আবুল এহসান অপু, মো. সিদ্দিক উল্লাহ, মো. শাহজাহান শাজু, কায়সার আহমেদ লিংকন, এম এ আকবর খন্দকার।
এছাড়া সম্পাদক- নূর আলম গন্ধী, সহকারী সম্পাদক- শাহজাহান কবীর, আসাদুজ্জামান আসাদ, আকিব শিকদার, নূরতাজ জাহান জুঁই।
ম্যাগাজিনটির গ্রাফিক্স, ডিজাইন, প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নাহিদ নজরুল।