কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থতার সুযোগ নিয়ে একটি মহল ফায়দা নেয়ার চেষ্টা করছে’

 বিশেষ প্রতিনিধি | ৪ আগস্ট ২০১৮, শনিবার, ২:২২ | রাজনীতি 


১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার (৩রা আগস্ট) বিকালে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ সভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরএলাকার কয়েক হাজার নেতাকর্মি অংশ নেন।

হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল আলম, ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান পারভেজ, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবাসসির প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, কিশোরগঞ্জ-হোসেনপুরের এমপি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার অসুস্থতার সুযোগ নিয়ে একটি মহল ফায়দা নেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একটি আবেগ ও ভালোবাসার নাম। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এর আগে দুপুর থেকে বিভিন্ন সড়ক দিয়ে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে আসতে থাকে। এক পর্যায়ে বর্ধিত সভাটি বিশাল জনসভায় পরিণত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর