কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাদক বিক্রেতার দুই বছর কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১:২৯ | অপরাধ 


কিশোরগঞ্জে মো. আমিন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত মাদক বিক্রেতা মো. আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ইন্দারগাতি গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। সে অটোরিকশা চালায়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের কর্মকর্তাগণসহ মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার সুন্দিরবন পুরাতন ঈদগাহের মাঠের পার্শ্বে দাঁড়িয়ে গাঁজা বিক্রয়কালে দুই কেজি পাঁচশত গ্রাম গাঁজাসহ মো. আমিনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর