কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে গণতন্ত্রী পার্টির গণ-সমাবেশ

 সাজন আহম্মেদ পাপন, পলিটিক্যাল রিপোর্টার, কিশোরগঞ্জনিউজ.কম | ১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৪:২৫ | রাজনীতি 


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোসেনপুরে গণ-সমাবেশ করেছে গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণতন্ত্রী পার্টি পুমদী শাখার উদ্যোগে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণ-সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

গণতন্ত্রী পার্টি পুমদী শাখার সভাপতি ডা. মো. ফজলুর রহমান মড়লের সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি পরিতোষ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন সুধা।

প্রধান অতিথির বক্তৃতায় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে ১৪ দলের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, অর্থনীতিবিদদের মতে শতকরা ২৩ ভাগ মানুষ মানবেতর জীবনযাপন করছে। মুক্তির আকাঙক্ষায় যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা এখনো মুক্তি লাভ করতে পারিনি।

ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণহীন সমাজ ব্যবস্থা। সামাজিক কাজের মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকে, মানুষের স্বার্থে কাজ করলে মানুষ মনে রাখে। শোষণহীন নতুন সমাজ গড়ার লক্ষ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১৪ দল কাজ করে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর