kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

নারী নেত্রীদের সাথে এমপি সোহরাবের মতবিনিময় স্টাফ রিপোর্টার | ২৮ জানুয়ারি ২০১৮, রবিবার, ১:৪৩ | রাজনীতি 


কটিয়াদী উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। রোববার সকালে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারের সংসদ সদস্যের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কটিয়াদী উপজেলা আওয়ামী মহিলা লীগের শীর্ষ নেত্রী নাসরিন সুলতানাসহ মহিলা আওয়ামী লীগ নেত্রীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন সাহসী নারী। উন্নয়মুলক কাজ করে তিনি সারা বিশ্বের নারীদের আইকনে পরিণত হয়েছেন। এদেশের নারীদের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় সংসদে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কটিয়াদী ও পাকুন্দিয়ার আওয়ামী মহিলা লীগের কর্মীদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ