কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মন্ত্রী হওয়ার আপাতত ইচ্ছা নেই পাপনের

 স্টাফ রিপোর্টার | ৩ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১:৫২ | রাজনীতি 


মন্ত্রী হওয়ার আপাতত ইচ্ছা নেই বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন এবার নিয়ে টানা তৃতীয়বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নাজমুল হাসান পাপন এমপি বর্তমানে বিসিবি সভাপতি ও এসিসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার তৃতী্য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নাজমুল হাসান পাপন নতুন মন্ত্রীসভায় ঠাঁই পাবেন, এমন সরব আলোচনা রয়েছে তাঁর নির্বাচনী এলাকায়। সর্বশেষ মেয়াদেও মন্ত্রীসভায় তাঁর ঠাঁই পাওয়ার বিষয়টি জোর আলোচনায় ছিল।

কিন্তু বুধবার (২ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের সাথে আলাপচারিতায় নাজমুল হাসান পাপন আপাতত তাঁর মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন। তবে এলাকায় আগের চেয়ে অনেক বেশি সময় দেয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘একটা জিনিস নিশ্চিত, এবার একটু এলাকায় বেশিই যাব। এলাকাবাসীর সাথে মেশা, কথা বলা, থাকা- এটা আমি এনজয় করছি। তাই তাদেরকে একটা আলাদা সময় দেয়ার চিন্তা-ভাবনা আছে।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর