কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নুসরাত হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন স্মারকলিপি

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৯ | কিশোরগঞ্জ সদর 


ফেনীর সোনাগাজীতে মেধাবী মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি কে পুড়িয়ে হত্যার বিচার এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, বিদ্যালয়ের শিক্ষক এবং ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচি থেকে নুসরাত জাহান রাফি হত্যার বিচার এবং শিশুর সর্বোচ্চ সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এ সময় এনসিটিএফ  কিশোরগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ভলেন্টিয়ার, ইয়ুথ ভলেন্টিয়ারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর