কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক হলেন করিমগঞ্জের কৃতি সন্তান ড. আনিছ

 স্টাফ রিপোর্টার | ৮ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ | রাজনীতি 


সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন করিমগঞ্জের কৃতি সন্তান ড. আনিছুর রহমান আনিছ। সম্প্রতি ১৫ সদস্যবিশিষ্ট সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ইউরোপ মহাদেশের প্রতিটি দেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গঠন, পুনঃগঠনসহ শক্তিশালী বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাসহ ইউরোপের সকল কমিটির সাথে সমন্বয় করার জন্য প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী কে প্রধান উপদেষ্টা, সুলেখক নজরুল ইসলাম কে নির্বাহী উপদেষ্টা করে এবং ড. আনিছুর রহমান আনিছ (যুক্তরাজ্য) কে আহবায়ক ও নাহার মমতাজ (সুইডেন) কে সদস্য সচিব করে পনের সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি ড. এ কে আবদুল মোমেন  ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু।

করিমগঞ্জের সন্তান ডক্টর আনিছুর রহমান আনিছ লন্ডন মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবং সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী এবং মিলনায়তন সম্পাদক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর