কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবীর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১:৫৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাস আরো একজনের প্রাণ কেড়ে নিয়েছে। করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল আলম চৌধুরী তারেক (৬২) নামে এক অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৭টা ১০মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফখরুল আলম চৌধুরী তারেক কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লীর এলাকা বাসিন্দা।

মরহুমে ভাগ্নে শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সনি টেলিকমের স্বত্ত্বাধিকারী শাহাদাত হোসেন জানান, তার বড় মামা ফখরুল আলম চৌধুরী তারেক কর্মজীবনে প্রখ্যাত ওষুধ কোম্পানি ফাইসন্স বর্তমানে সানোফি এভেনটিজ এর এরিয়া ম্যানেজার হিসেবে খুলনা ও রংপুর অঞ্চলে বহু বছর সুনামের সাথে চাকুরি করেছেন।

বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লীর এলাকার বাসভবনে অবসর জীবনযাপন করছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে তিনি ১৭ দিন যাবৎ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

বুধবার (৭ জুলাই) দুপুরে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৭টা ১০মিনিটে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেলা সাড়ে ১২টার দিকে গাইটাল সীমান্ত মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হয়।

শাহাদাত হোসেন তার মরহুম বড় মামার আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর