কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় একদিনে সর্বোচ্চ ৬ জন পজেটিভসহ ৭ জনের মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৯ জুলাই ২০২১, শুক্রবার, ১১:০৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করছে। ভয়াবহভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনেই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ পরিস্থিতিতে জেলায় একদিনে সর্বোচ্চ ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ শুক্রবার (৯ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টে মৃত্যুর এ চিত্র ওঠে এসেছে। এ রিপোর্টে ৬ জন করোনা রোগীর মৃত্যু ছাড়াও করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। ফলে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিনই উদ্বেগজনক হয়ে ওঠছে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হওয়ায় শুক্রবার (৯ জুলাই) নমুনা পরীক্ষা বন্ধ ছিল।

তবে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (৮ জুলাই) ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, মিঠামইন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩৪ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৯ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

অর্থাৎ মোট ১১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে মোট ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৪৫ জন।

এছাড়া জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক কোভিড-১৯ একজন মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ করোনা পজেটিভ হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজন, হোসেনপুর উপজেলার একজন এবং ভৈরব উপজেলার ৩ জন রয়েছেন।

তাদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ।

পুরুষ দুইজনই কিশোরগঞ্জ সদর উপজেলার। তাদের বয়স যথাক্রমে ৭০ ও ৬৩ বছর।

হোসেনপুর উপজেলার একজন নারী যার বয়স ৭০ বছর।

এছাড়া ভৈরব উপজেলার তিনজন নারী যাদের বয়স যথাক্রমে ৮৫, ৭৭ ও ৫৫ বছর।

তাদের মধ্যে ভৈরব উপজেলার ৩ জন নারীর মধ্যে ২ জন নারী ছাড়া বাকি ৪ জনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা না হওয়ায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা কমেছে।

আগের দিন বৃহস্পতিবার (৮ জুলাই) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১২৬২ জন। শুক্রবার (৯ জুলাই) বর্তমান রোগীর সংখ্যা মোট ১২২৭ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১৬ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৪ জন এবং মিঠামইন উপজেলায় ২ জন শনাক্ত হয়েছে।

নতুন সুস্থ হওয়া ৪৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২১ জন রয়েছেন।

বাকি ২৪ জনের মধ্যে কুলিয়ারচর উপজেলার ১১ জন ও ভৈরব উপজেলার ১৩ জন রয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৩ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১২ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে চারজন কোভিড-১৯ পজেটিভ ছাড়াও একজন সন্দেহজনক কোভিড-১৯ রোগী মারা গেছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ৬৭৮৩ জন শনাক্ত, ৫৪৪৬ জন সুস্থ এবং ১১০ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১২২৭ জন। তাদের মধ্যে ৮৬ জন হাসপাতাল ও ১১৪১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১২২৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৪৬ জন, হোসেনপুর উপজেলায় ২৪ জন, করিমগঞ্জ উপজেলায় ৪১ জন, তাড়াইল উপজেলায় ৪৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬৯ জন, কটিয়াদী উপজেলায় ৯০ জন, কুলিয়ারচর উপজেলায় ১১ জন, ভৈরব উপজেলায় ১৩৪ জন, নিকলী উপজেলায় ১০ জন, বাজিতপুর উপজেলায় ৩২ জন, ইটনা উপজেলায় ২৩ জন এবং মিঠামইন উপজেলায় ৪ জন রয়েছেন।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এরপর গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫৬৭ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

সাপ্তাহিক ছুটির কারণে গত ২৪ ঘন্টায় সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ কেউ নেননি।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩০৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ দ্বিতীয় ডোজ টিকা নেননি।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর