সাংবাদিক ফারুকুজ্জামানের মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | রকমারি
ডিসেম্বর ৫, ২০২৫
সাংবাদিক ফারুকুজ্জামানের মায়ের ইন্তেকাল

ডেইলি গুড মর্নিং পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামানের মমতাময়ী মা আমেনা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া বাগপাড়া এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

বাদ এশা শহরের শোলাকিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

আমেনা খাতুনের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলআমিন।

এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ