দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা ও জেলা সাংবাদিক ইউনিটর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সঞ্চালনায় কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল, কিশোরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক কিশোরগঞ্জ এর বার্তা সম্পাদক রেজাউল করিম, দৈনিক মুক্তখবর জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক লাল সবুজের দেশ জেলা প্রতিনিধি শেখ আল আজহার প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে দৈনিক নওরোজ এর হোসেনপুর প্রতিনিধি এসকে শাহীন নবাব, তাড়াইল প্রতিনিধি মুজিবুল হক চুন্নু, দৈনিক সরজমিন বার্তা জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, আজকের খবর জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিপন, কালের নতুন সংবাদ এর বার্তা সম্পাদক সোহেল রানা, স্টাফ রিপোর্টার রিতু আক্তার, রোজিনা আক্তার পলি, এমদাদুল হক, একুশে সংবাদ এর স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন, জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নী, দৈনিক আজকের সারাদিন স্টাফ রিপোর্টার আতাউর হাসান দিনার, ঢাকার ডাক ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হানিফ প্রমুখসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা থেকে অবিলম্বে দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীকে অব্যাহতি ও মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।