www.kishoreganjnews.com

মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী



[ স্টাফ রিপোর্টার | ২৬ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার, ১২:১৭ | খেলা ]


পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে শেষ হয়েছে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতাভুক্ত ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। সোমবার কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে সনদ বিতরণ করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

ছাত্রদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান তিনি। এছাড়া ইভটিজিং এর সাথে জড়িত সকলকে প্রতিহত করার ঘোষণা দেন এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ এবং ৮নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ মো. আশরাফ উদ্দিন স্বপন এবং খাইরুল ইসলাম। তিনটি প্রতিষ্ঠানের ৩০ জন খেলোয়াড় সুযোগ পায় এই প্রশিক্ষণ ক্যাম্পে।

কোচ আশরাফ উদ্দিন স্বপন জানান, জাতীয় স্কুল প্রতিযোগিতায় জেলা দলের হয়ে খেলার মতো বেশ কিছু খেলোয়াড় আমরা পেয়েছি। এদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ দিতে পরলে তাদের ভালো করার সুযোগ রয়েছে।

এই ক্যাম্পের সার্বিক আয়োজনে ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ। তিনি জানান, আবিদুর রহমান, জিহাদুল কবির, দিদারুল হক এবং আরাফাত রহমানকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে আমরা নির্বাচিত করেছি। তৃণমূল থেকে বাছাইকৃত এই খেলোয়াড়রা যেন জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে আমরা সেই প্রচেষ্টা করছি।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com