www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে শুরু হচ্ছে ‘অটেস্টিক ক্রীড়া উৎসব’



[ স্টাফ রিপোর্টার | ৪ জুলাই ২০১৭, মঙ্গলবার, ১:৪৫ | খেলা ]


কিশোরগঞ্জে বুধবার ‘অটেস্টিক ক্রীড়া উৎসব’ শুরু হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা জেলা ক্রীড়া অফিস ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এই ‘অটেস্টিক ক্রীড়া উৎসব’এর আয়োজন করছে ।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বুধবার বিকাল ৩টায় এর পর্দা উঠবে।

এতে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।

এছাড়া কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস্ কমিটির জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে ক্রীড়া উৎসবে অ্যাথলেটিক্স, ফুটবল এবং ক্রিকেটে পারদর্শী প্রতিভাবানদের পুরস্কার দেয়া হবে।

চূড়ান্ত প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের বাছাইয়ে অংশ নেয়ার। এছাড়া স্পেশাল অলিম্পিক কমিটির পরিচালনায় অনূর্ধ-৯ অটিস্টিক শিশু এবং তার পরিবারের জন্য রয়েছে ‘ইয়ং অ্যাথলেট প্রোগ্রাম’ এর বিশেষ প্রদর্শনী।

কিশোরগঞ্জের তিনটি অটিস্টিক স্কুলে এই আয়োজনের প্রাথমিক বাছাই শুরু হয়েছিলো ১৮ই জুন। প্রতিটি স্কুল থেকে ৭জন খেলোয়াড় উৎসবে অংশ নেয়ার সুযোগ পেয়েছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com