কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কর্দমাক্ত সড়ক, দুর্ভোগ

 লেখা ও ছবি: মো. আল আমিন | ২৬ জানুয়ারি ২০২২, বুধবার, ৮:১৭ | ছবির খবর  


চলমান ট্রাক থেকে মাটি পড়েছে পাকা সড়কে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় সড়কে তৈরি হয়েছে কাদা। দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন। কিশোরগঞ্জ-মরিচখালি সড়ক ও করিমগঞ্জ-নিকলী সড়কের প্রায় ১৫ কিলোমিটারে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিকালে সরেজমিনে দেখা যায়, সড়ক দুটিতে কাদা-পানি একাকার। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। একের পর এক দুর্ঘটনায় পড়ছে মোটর সাইকেল।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ দুটি সড়কে অন্তত ২০টি মোটর সাইকেল কাদায় পিছলে দুর্ঘটনার শিকার হয়েছে।

ছবিটি সন্ধ্যায় কিশোরগঞ্জ-মরিচখালি ও করিমগঞ্জ-নিকলী সড়কের সংযোগস্থল খয়রত মোড় থেকে তোলা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর