বাংলা ক্যালেন্ডারের হিসাবে এখন আশ্বিনের শেষ চলছে। এই সময়ে এসে সোমবার (৪ অক্টোবর) থেকে বৃষ্টিতে ভিজছে প্রকৃতি। ফুলেরা যেন পেয়েছে নতুন স্পন্দন। মঙ্গলবার (৫ অক্টোবর) এর সকালটাও ছিল বৃষ্টিমুখর।
এই সকালে ঝুম বৃষ্টিতে ভিজেছে হলুদ বুনোফুল। বিকেলে সেই ফুলে বসেছে সাদা-কালো প্রজাপতি। উড়ে উড়ে ছন্দ তুলে যাওয়ার এক ফাঁকে বুনোফুলে বসে মধু লুটায় যেন ব্যস্ত প্রজাপতিটি।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রাম থেকে ছবিটি তোলা হয়েছে।