কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


লাল-সবুজের পতাকা বেচাকেনার ধুম

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৭:২৯ | ছবির খবর  


ডিসেম্বর মানেই বিজয়। ১৯৭১ সনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় নিশ্চিত করে বাঙালি জাতি। লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্বাধীন বাংলাদেশের বুকে।

সেই থেকে ডিসেম্বর মানে বাঙালির বিজয়। ডিসেম্বরের প্রতিটি দিন যেন বাঙালির কাছে বিজয়ের দিন।

এ মাসের শুরু থেকেই তাই পতাকার প্রতি আলাদা প্রেমজাগে মানুষের মনে। যানবাহনে রাখতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে টানাতে ধুম পড়ে পতাকা কেনাবেচার।

তেমনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিজয়ের মাস ডিসেম্বরের শুরু থেকেই ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা বিক্রি হচ্ছে।

উৎসুক লোকজন আনন্দের সঙ্গে কিনছেন লাল-সবুজের পতাকা সংবলিত স্টীকার, ব্যাসলেটসহ ছোটবড় সাইজের পতাকা।

পতাকা বিক্রেতা মোকছুদ মিয়া জানান, তিনি নিয়মিত পত্রিকা বিক্রি করেন। ডিসেম্বর মাসে পত্রিকা বিক্রির পাশাপাশি পতাকা বিক্রি করেন। এবছরও বিক্রি করছেন।

ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজন বিভিন্ন সাইজের পতাকা কিনছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর