কিশোরগঞ্জ জেলা শহরের খড়মপট্টি একটি গুরুত্বপূর্ণ এলাকা। ডিসেম্বর মাসে চলছে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা। কিন্তু সেদিকে খেয়াল নেই এ এলাকায় কিছু বাসাবাড়ি মালিকের।
পুরো মেইন রোড বন্ধ করে চালাচ্ছে নিজেদের বাসা বাড়ির উন্নয়ন কাজ। যানজটের কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেবল খড়মপট্টি এলাকাতেই নয় শহরের বেশ কয়েকটি এলাকায় এভাবেই সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে বাসাবাড়ির উন্নয়ন কাজ করা হচ্ছে। ফলে দুর্ভোগ আর ভোগান্তির মধ্য দিয়ে এসব সড়কে জনসাধারণ ও যানবাহন চলাচল করতে হয়।
পৌর এলাকার সচেতন নাগরিকরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে জনদুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।