কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘অতৃপ্ত সাজেক ভ্রমণ’ গ্রন্থের পাঠ প্রতিক্রিয়া

 স্টাফ রিপোর্টার | ২৩ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ১২:১৪ | বর্ষপূর্তি উৎসব 


কিশোরগঞ্জের কৃতী সন্তান, তরুণ লেখক, বৈমানিক মোহাম্মদ আরিফুর রহমান রচিত ‘অতৃপ্ত সাজেক ভ্রমণ’ গ্রন্থের পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটন মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ এ পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ নিউজ এর সম্পাদকমণ্ডলীর সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।

পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ‘অতৃপ্ত সাজেক ভ্রমণ’ গ্রন্থের লেখক মোহাম্মদ আরিফুর রহমানের পিতা রাজনীতিক ও শ্রমিক নেতা আবদুর রহমান রুমী।

অনুষ্ঠানে নন্দনতাত্ত্বিক আলোচক সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক মু আ লতিফ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমান, সমাজসেবক আলহাজ্ব ছালাহ উদ্দিন খান, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা, জেলা পাবলিক লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, সাংবাদিক আহমাদ ফরিদ, সাংবাদিক মাজহার মান্না, সাহিত্যিক বাবুল রেজা, ছড়াকার বিজন বনিক, কবি আমিনুল ইসলাম সেলিম, এবিএম রায়হান, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদুল আলম, ব্যবসায়ী মুখলেছুর রহমান শওকত, সাবেক শিক্ষক শরীফুল ইসলাম, কটিয়াদী সমিতির সহ-সভাপতি কৃষিবিদ চাঁন মিয়া, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, সিপিবি নেতা অধ্যাপক ফরিদ আহম্মেদ, দেবব্রত দাস দেবু, রঞ্জিত সরকার, কবি মোহাম্মদ শামীম রেজা, কামরুল ইসলাম বিপুল, ফাইজুর রহমান রফিক, নজরুল ইসলাম রতন, জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন খানসহ শহরের সাহিত্যানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

‘অতৃপ্ত সাজেক ভ্রমণ’ গ্রন্থের পাঠ প্রতিক্রিয়ায় বক্তাগণ গ্রন্থটিতে লেখার গতি, ভাষার শ্রুতিমধুরতা, প্রাঞ্জলতা, সাহিত্যমান , বিপুল তথ্যের সমাবেশ, বিখ্যাত লেখকদের উক্তি, সাজেকের সৌন্দর্যের আকর্ষণীয় বর্ণনা, রঙিন ছবি এমনকি মুখবন্ধের ভূয়সী প্রশংসা করেন।

তাঁরা বইটির পাঠকপ্রিয়তা কামনা করে বৈমানিকের চ্যালেঞ্জিং পেশার পাশাপাশি লেখকের লেখালেখির ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর