কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জুবায়েরের লাল টকটকে আনার

 মো: আল আমিন | ২৪ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৬:৩৮ | রকমারি 


জীবিকার তাগিদে মানুষ বেছে নেয় নানা পেশা। গোপালগঞ্জের মুকসুদপুর গ্রামের শেখ জুবায়ের রহমান (৩০) মাথায় ঝাঁকা নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে বিক্রি করেন পুষ্টিগুণে ভরা আনার। দশ বছর ধরে তিনি এ পেশায় জড়িত।

এ ফল বিক্রি করে তার প্রতিদিন লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। এই সামান্য আয় দিয়েই তার দুই ছেলে-মেয়ের পড়ালেখাসহ পাঁচ সদস্যের সংসার কোনরকম টেনেটুনে চলে।

তার বাড়তি কোনো আয় নেই, নেই কোনো আবাদি জমি।

কিশোরগঞ্জে এসেছেন এক সপ্তাহ আগে। শহরের মূল সড়কের ফুটপাত ও অলিগলি ঘুরে বিক্রি করেন আনার।

এর মধ্যেই জেলা শহরে তিনি হয়ে ওঠেছেন পরিচিত মুখ, তার লাল টকটকে আনারের স্বাদ সবার মুখে মুখে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর