কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুর ও নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার, ৮:৪৫ | রকমারি 


‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় নিকলীতে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি বের করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

এতে নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ ভুইয়া জনি, নিকলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক।

অন্যদিকে বাজিতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবদুল গণি, সরারচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, হালিমপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক রাসেল প্রমুখ।

পরে সচেতনতামূলক একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর