কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি’র একুশের প্রতিযোগিতায় বিজয়ী যারা

 স্টাফ রিপোর্টার | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৭ | রকমারি 


অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিচার কার্যক্রম শেষে জেলা পাবলিক লাইব্রেরি কিশোরগঞ্জ এর সাধারণ সম্পাদক মু. আবদুল লতিফ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছেন।

বিজয়ীরা হচ্ছে,

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ক বিভাগ

মাসনুন ১ম স্থান

সিদরাতুল মুনতাহা জারা ২য় স্থান

সাইয়্যারা বিনতে মালেক ৩য় স্থান

রাদিফা আক্তার সান্ত্বনা পুরষ্কার

খ, বিভাগ

জান্নাতুল ফেরদৌস তোয়া ১ম স্থান

তাসফিয়া আরাফাত আইরা ২য় স্থান

ইশতিয়াক আহমেদ ৩য় স্থান

আদনিম জান্নাত অর্থী সান্তনা পুরষ্কার

গ, বিভাগ

পিয়াস চৌধুরী রাজ ১ম স্থান

নুসরাত আলম নিঝুম ২য় স্থান

তাসফিয়া লাবিবা ৩য় স্থান

ফারাহ তাসনিম মানতুবা সান্ত্বনা পুরষ্কার।

 

কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

ক, বিভাগ

মোবাশ্বিরা ইসলাম জ্যোতি ১ম স্থান

পূর্ণতা সাহা রাশি ২য় স্থান

তৃধা দাস ৩য় স্থান

সেরা রেজা সান্ত্বনা পুরষ্কার।

খ, বিভাগ

ফাওজিয়া ফাহমিদা ১ম স্থান

মিফতাহুল জান্নাত নওশিন ২য় স্থান

মারিয়া সুলতানা ইভা ৩য় স্থান

তাহিরা তাসনাইম, ৩য় স্থান।

গ, বিভাগ

তামান্না আক্তার রিয়া ১ম স্থান

সাওদা শিব্বির বৃষ্টি ২য় স্থান

 

রচনা প্রতিযোগিতা

ক, বিভাগ

সুমাইয়া আহমেদ তাসিয়ানা ১ম স্থান

ফাহমিদা রহমান শশী ২য় স্থান

চিত্রা ৩য় স্থান

রৌদ্র সরকার সান্ত্বনা পুরষ্কার।

খ, বিভাগ

আফিয়া আফসারা মিম্মা ১ম স্থান

তায়্যিবা তাসনিম নৌশিন ২য় স্থান

এনামুল হক ৩য় স্থান

নূরে জান্নাত সান্ত্বনা পুরষ্কার।

গ, বিভাগ

আবুল হাসনাত রিসান ১ম স্থান

নাফিসা শাহজাহান অদিতি ২য় স্থান

মোবাশ্বের নূরআদীব ৩য় স্থান

সাওদা শিব্বীর বৃষ্টি সান্ত্বনা পুরষ্কার।

জেলা পাবলিক লাইব্রেরি কিশোরগঞ্জ এর সাধারণ সম্পাদক মু. আবদুল লতিফ জানান, পুরস্কার প্রদানের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৭১১৯৪০৮৪১, ০১৩২৬ ৭৩৭৬৯৬।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর