কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে অন্যরকম বিদায়ী আড্ডা

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২২, সোমবার, ১১:৫৪ | রকমারি 


অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর বদলিজনিত বিদায় উপলক্ষে অন্যরকম এক বিদায়ী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের কালীবাড়ী মার্কেটের তৃতীয় তলায় সমকাল জেলা কার্যালয়ে সমকাল সুহৃদ সমাবেশ এ বিদায়ী আড্ডার আয়োজন করে।

সমকাল সুহৃদ সমাবেশ কিশোরগঞ্জের সাবেক সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে এতে বিদায়ী ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

দৈনিক সমকাল কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলুর সঞ্চালনায় এতে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, নন্দনতাত্ত্বিক আলোচক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দীন ফারুকী, ছড়াকার, লেখক ও গবেষক জাহাঙ্গীর আলম জাহান, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল কলেজের প্রভাষক মাহফুজা আরা পলক, সমকাল সুহৃদ সমাবেশ কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম প্রমুখ দীর্ঘ আড্ডায় অংশ নেন।

এ সময় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান এবং সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আড্ডায় বক্তারা কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত ও স্মৃতিচারণ করেন। তারা মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে একজন মানবিক, আধুনিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

কিশোরগঞ্জ ত্যাগের আগে এমন একটি প্রাণবন্ত আড্ডা আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়ায় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি জেলায় দায়িত্ব পালনকালে কিশোরগঞ্জের সব মহলের সহযোগিতার কথা উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আড্ডায় বিদায়ী অতিথি মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

অন্যদিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আয়োজকদের স্যুভেনির প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর