কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

 মিঠামইন সংবাদদাতা | ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ৭:৩০ | মিঠামইন 


কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনের জন্য শনিবার (২৯ অক্টোবর) মিঠামইন থানার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে মিঠামইন থানা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে 'কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তিশৃংখলা সর্বত্র' এ স্লোগানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা।

আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, নৌ-পুলিশ ইনচার্জ মো. শাহজাহান, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বৈষ্ণব, চমকপুর দাখিল মাদ্রাসার সুপার ইয়াকুব আলী বরুনী, বৈরাটি ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান ভূইয়া, কাটখাল ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর