কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


টানা দ্বিতীয়বার মিঠামইন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন আছিয়া আলম

 স্টাফ রিপোর্টার | ২৯ মে ২০২৪, বুধবার, ৮:০৬ | মিঠামইন 


টানা দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আলহাজ্ব আছিয়া আলম।

বুধবার (২৯ মে) অনুষ্ঠিত মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ১০ হাজার ৫ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করে আলহাজ্ব আছিয়া আলম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল (আনারস) পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।

এছাড়া ঘোড়া প্রতীকের প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৮ হাজার ৭০৫ ভোট।

হাওরের প্রথম নারী হিসেবে আলহাজ্ব আছিয়া আলম ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া তিনি হাওর এলাকার প্রথম নারী ইউপি চেয়ারম্যান। মিঠামইন সদর ইউপির দু’দুবার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর