কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি'র নির্বাচন অনুষ্ঠিত

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৯ নভেম্বর ২০২২, শনিবার, ৮:০১ | কুলিয়ারচর 


ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং- ১২০৬৮) এর নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪১নং কুলিয়ারচর বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৪২০জন ভোটারের মধ্যে ৩০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতিত্ব পদে লুৎফুল আজাদ সোহেল ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়ন চন্দ্র দাস পেয়েছেন ১৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট।

নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান।

এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ শাফি উদ্দিন সোহেল।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কুলিয়ারচর সোনালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার রাজিব কুমার দাস। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক কামরুন্নাহার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর