কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ৬:১৫ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই আগুনের ঘটনায় ওই নারীর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা খুরের পাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

অগ্নিদগ্ধ নারী (২০) জানান, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা গ্রামে ৬/৭ মাস পূর্বে তাঁর বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাকে বিরক্ত এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতে থাকে তাঁর শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী বাড়ির নুর ইসলামের ছেলে বায়েজিদ (২৩)।

একপর্যায়ে তিনি বিরক্ত হয়ে ঘটনাটি তাঁর শ্বশুরকে জানান। পরে অভিযুক্ত বায়েজিদ একদিন তার স্বামীর বাড়ির আঙ্গিনায় এসে তাকে কল দিতে থাকলে শ্বশুর বায়েজিদকে ধরে উত্তমমধ্যম দেয়।

এরপর থেকে সে বিভিন্নভাবে ওই নারীকে হুমকি দিতে থাকে।

সর্বশেষ রোববার (২২ জানুয়ারি) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাহির হয়ে ফেরার সময়, পূর্বথেকে ওঁৎপেতে  থাকা বায়েজিদ ও তার এক সহযোগী ওই নারীকে পেছন থেকে চেপে ধরে, তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

৯৯৯ কলে পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বায়েজিদের পিতা নুর ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর