কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে থালা-বাসন ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন্নাহার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূ নুরুন্নাহার উপজেলার সিদলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টানসিদলা গ্রামের মো. সোহেল মিয়া স্ত্রী। আমির হামজা নামে তার তিন বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে টানসিদলা গ্রামের বাড়ির পাশে সাইদ পাগলার পুকুরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূ মৃত্যুর এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ নুরুন্নাহার প্রতিদিনের মত বাড়ির পাশে সাইদ পাগলার পুকুরের পানিতে থালা-বাসন ধুতে যান। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে পকুরের পানিতে পড়ে থাকে।
পরে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এদিকে স্থানীয় সূত্র থেকে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হয়, কৃষি সেচ কাজের জন্য মোটর দিয়ে পানি তোলার সময় মোটরের বৈদ্যুতিক তারের লিকেজে হয়তো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে ছিল।