কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে মো. সবুজ মিয়া (৪৫) নামে এক চাচা খুন হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত মো. সবুজ মিয়া ওই এলাকার মধুর বাপের ছেলে। অন্যদিকে ঘাতক ভাতিজার নাম আব্দুল হাকিম। সে নিহত সবুজ মিয়ার চাচাতো বড় ভাই সুলাইমানের ছেলে।
খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সবুজ মিয়া নিহত হয়। এছাড়া তার ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হয়।
তিনি বলেন, খবর পেয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ও পরিদর্শক (তদন্ত) মো. টুটুল উদ্দিন ঘটনাস্থলে গেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।