কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গাইবান্ধার ডিসি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান আবদুল মতিন

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১:৫১ | প্রশাসন 


গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান মো: আবদুল মতিন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে গাইবান্ধার জেলা প্রশাসক সেবাস্টিন রেমাকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক হিসেবে মো: আবদুল মতিনকে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গাইবান্ধা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পাওয়া মো: আবদুল মতিন মানিকগঞ্জ কালেক্টরেটে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সালের ৪ ডিসেম্বর তিনি সেখানে যোগদান করেছিলেন।

মো: আবদুল মতিন ২১ বিসিএস এর মাধ্যমে চাকুরিতে যোগদান করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর