কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ শামীম আলম

 স্টাফ রিপোর্টার | ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৫১ | প্রশাসন 


প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ শামীম আলমকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই দিন সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হয়েছে।

২০১৮ সালের ৪ মার্চ মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে তিনি জনহিতকর ও নানামুখী সৃজনশীল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

ইতোমধ্যে একজন সফল, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর