কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অনিন্দ্য মণ্ডল যোগদান করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিদায়ী ইউএনও রাবেয়া পারভেজ তাঁকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বরণ করে নেন।
নবাগত ইউএনও অনিন্দ্য মণ্ডল ৩৪তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে নাটোরে কর্মজীবন শুরু করেন।
হোসেনপুর উপজেলায় যোগদানের আগে তিনি বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
খুলনা বিভাগে জন্মগ্রহণকারী অনিন্দ্য মণ্ডল ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।