কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ৩১ জুলাই ২০১৯, বুধবার, ৭:০৮ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

এতে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রওনক জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণে উপজেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর মধ্যে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও মাধখলা ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম খান, ও সুপার আহাম্মদ আলী পুরস্কৃত হন।

এছাড়া সৃজনশীল মেধা অন্বেষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সাদিয়া জাহান দিশা, সিরাজাম মুনিরা ও মমিনুল ইসলাম ছোটন এবং মাহবুবা জান্নাত অর্থিসহ অন্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর