কটিয়াদীতে তেলবাহী ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোর রাতে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ চালকের নাম আব্দুল্লাহ ওরফে চাঁন মিয়া (৩৮)। সে হবিগঞ্জ জেলার বাহুবলের দৌলতপুর গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পিকআপটি ভৈরবের দিকে যাচ্ছি। রাত সাড়ে ৩টার দিকে কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশনের সামনে ট্রাকটির সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আব্দুল্লাহ ওরফে চাঁন মিয়ার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ তেলবাহী ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।