কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১৮ দিন পর মারা গেলেন কটিয়াদীর বাবু

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৮ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৭:৫০ | কটিয়াদী 


মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার. কটিয়াদী: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৮ দিন পর মারা গেলেন কটিয়াদীর যুবক মনির হোসেন বাবু (২৪)। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনির হোসেন বাবু কটিয়াদী পৌর এলাকার পশ্চিমপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় খাটানোর ব্যবসা করতেন।

এর আগে গত ২১ আগস্ট রাত ৯টার দিকে মনির হোসেন বাবু মোটর সাইকেল যোগে উপজেলার আচমিতা থেকে কটিয়াদী সদরে আসার পথে আরেকটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন। এ সময় মনির হোসেন বাবু মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় অপর মোটর সাইকেলের চালকও আহত হয়।

দুই মোটর সাইকেলের আহত দুইজনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মনির হোসেন বাবুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। রাজধানীল একটি হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ব্যবসায়ী মনির হোসেন বাবুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর